শিলিগুড়ি,২০ অক্টোবরঃ পুজোয় এবার ভার্চুয়াল অঞ্জলি, এমনই উদ্যোগ নিল রবীন্দ্র সংঘ। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবারের পুজোয় প্যান্ডেলে প্রবেশ করতে পারবে না দর্শনার্থীরা। তবে কিভাবে হবে অষ্টমীর অঞ্জলি??সেই কথাই মাথায় রেখে এবার সোশ্যাল মিডিয়ায় অঞ্জলি পর্ব সারবে রবীন্দ্র সংঘ। তাদের নিজস্ব পেজ থেকে লাইভ অনুষ্ঠানের মধ্যে দিয়েই সারা হবে অঞ্জলি। অষ্টমীর অঞ্জলির সাথে জড়িয়ে রয়েছে বাঙালীর আবেগ, করোনা আবহে সেই আবেগে যাতে ঘা না লাগে সেকারনেই ক্লাবের এই উদ্যোগ।
কোভিড ১৯ পরিস্থিতিতে অনলাইনেই চলছে বিভিন্ন অনুষ্ঠান, তার ছোঁয়া এবার লাগল অষ্টমীর অঞ্জলিতেও। তবে বন্ধ থাকছে দশমীর সিঁদুরখেলা। ভিড় এড়াতে এবারে বিতরণ হবে না পূজোর ভোগ। প্যান্ডেলের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীরা মন্দিরের ভেতরে প্রবেশ না করতে পারে। এবারের পূজো অনেকটাই আলাদা সেকারনেই পূজোর বিভিন্ন আয়োজনও গিয়েছে পাল্টে।