ফুলবাড়ি, ২৯ জানুয়ারিঃ কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এবং SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার বিশাল প্রতিবাদ সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু শাখা। জলপাইগুড়ি জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ডাকে এবং ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু কমিটির সহযোগিতায় ফুলবাড়ির চুনাভাটির ফুটবল ময়দানে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু শাখার রাজ্য সভাপতি মোশারফ হুসেন,সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মোঃ মিজানুর রহমান, তৃণমূল কংগ্রেসের কিসান ক্ষেত মজদুর কমিটির জেলা সভাপতি দুলাল দেবনাথ, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসজেডিএর চেয়ারম্যান দিলীপ দুগার সহ অন্যান্যরা।
সভা মঞ্চ থেকে বক্তারা কেন্দ্রীয় সরকারের নীতির কড়া সমালোচনা করেন। SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং
সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের নীতির বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে বলে সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
