জলপাইগুড়ি, ১৩ আগস্টঃ লোকাল ট্রেন চালু করা সহ একাধিক দাবিতে কাটিহারের ডিআরএম এর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করল এসইউসিআই।এদিন জলপাইগুড়ি টাউন স্টেশন ম্যানেজারের মারফত এই স্মারকলিপি প্রদান করা হয়।
জানা গিয়েছে, শুক্রবার জলপাইগুড়ির বাবুপাড়া থেকে একটি মিছিল করে জলপাইগুড়ি টাউন স্টেশনে পৌঁছান এসইউসিআই এর নেতাকর্মীরা।এরপর স্টেশন ম্যানেজারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এদিনের স্মারকলিপির মধ্য দিয়ে লোকাল ট্রেন চালু, সুপারফাস্ট ট্রেন সপ্তাহে ছয়দিন চালানো, হলদিবাড়ি থেকে তিস্তা তোর্ষা, দার্জিলিং মেল চালু করা, এবং প্ল্যাটফর্ম ভাড়া কমানোর দাবি জানানো হয়।