শিলিগুড়ি,২০ জুলাইঃ National Testing Agency এর জেইই মেইন পরীক্ষা দিতে উত্তরবঙ্গের নানা জেলা থেকে পরীক্ষার্থীরা শিলিগুড়িতে এসে পরীক্ষা দিলেন। মালদা, মাথাভাঙা, কিশনগঞ্জ, বালুরঘাট থেকে এদিন কয়েকশো পরীক্ষার্থী শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্রগুলি আসেন। করোনার জেরে লোকাল ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের।
অন্যদিকে অনেকে সোমবার রাতেই শিলিগুড়িতে চলে আসেন। কিন্তু রাতে হোটেল না পেয়ে সমস্যায় পড়তে হয়। পরীক্ষাকেন্দ্রের বাইরেও অনেকে ছিলেন। করোনা বিধি মেনে সর্বত্র পরীক্ষার্থীদের ভেতরে ঢোকানো হয়। মাস্ক বাধ্যতামূলক করা সহ পরীক্ষাকেন্দ্রের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতেও বিশেষ নজর দেওয়া হয়েছিল। এদিন নির্বিঘ্নেই জেইই মেইনসের পরীক্ষা সম্পন্ন হয়।