শিলিগুড়ি,২৬মেঃ করোনা মোকাবিলায় রাজ্যে চলছে লকডাউন।নির্দিষ্ট সময় পর্যন্তই খোলা থাকছে বাজার-ঘাট।তবে লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন শহরের রাস্তার ধারে ছোট্ট ঠেলাগাড়ি নিয়ে বসা ফাস্টফুড ব্যবসায়ীরা,বিশেষ করে ফুচকা ব্যবসায়ীরা।
গতবছরও লকডাউনের সময় দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে গিয়ে পেশা বদলেছিলেন অনেকেই।এবারও লকডাউনে পেটের দায়ে পেশা বদলালেন শহরের মজদুর কলোনি, মাতঙ্গী কলোনি, হায়দার কলোনির ৭০ জন ফুচকা ব্যবসায়ী।সারা বছর এই ফুচকার ওপর নির্ভর করেই সংসার চালান তারা।কিন্তু বর্তমানে লকডাউনে সেই ব্যবসা বন্ধ।ফলে অন্ন জোগাড়ের আশায় বর্তমানে ওই ফুচকার ঠেলাগাড়িতে করেই ফল নিয়ে ছুটছেন তারা।নতুন পেশায় ফল ওজনের সময় অন্যভস্ত হাতে দাড়িপাল্লা তুলতে গিয়ে হিমশিম খাচ্ছেন অনেকেই।তবে সকলেই চেষ্টা করছেন নির্দিষ্ট সময়ের মধ্যে ফল বিক্রি করে সামান্য লাভের মুখ দেখতে।
তবে অনেকেই জানাচ্ছেন, এই সামান্য সময়ে ফল বিক্রি করে সেরকম লাভ হচ্ছে না।যে কারণে সংসার চালাতে এখনও হাবুডুবু খাচ্ছেন তারা।এখন সকলেই কবে এই মহামারি দূর হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবেন সেই আশাতেই রয়েছেন।