রাজগঞ্জ, ৯ মেঃ করোনা মোকাবিলায় আংশিক লকডাউনের পথে হাটতে হয়েছে রাজ্যকে।তার জেরে বন্ধ হোটেল।যদিও হোম ডেলিভারি পরিষেবা খোলা রাখা হয়েছে।তারপরও চিন্তার ভাঁজ ছোট হোটেল ব্যবসায়ীদের।অন্যান্য জায়গার মত রাজগঞ্জ ব্লকে অনেকে হোটেলের ব্যবসার উপর নির্ভরশীল। প্রতিদিন এই হোটেলগুলিতে মানুষ খাবার খান।আর সেই আয় থেকেই ব্যবসায়ীদের সংসার চলে।কিন্তু আংশিক লকডাউনে সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত দোকান খোলার সময় বেঁধে দেওয়া হলেও হোটেল, রেস্তোরাঁ পুরোপুরি বন্ধ রাখার কথা বলা হয়েছে নির্দেশিকায়।
এই অবস্থায় ছোট হোটেলগুলির পক্ষে হোম ডেলিভারি করা সম্ভব হয়ে উঠছে না। তাই কিভাবে পরিবার নিয়ে সংসার চালাবেন তা নিয়ে চিন্তায় রাজগঞ্জের ছোট হোটেল ব্যবসায়ীরা।
রাজগঞ্জের এক হোটেলের মালিক বিশ্বজিৎ রায় বলেন, গতবছর লকডাউনের জন্য হোটেল প্রায় কয়েকমাস বন্ধ রাখতে হয়েছে।এবার ধারদেনা করে হোটেল চালু করেছি।ফের আংশিক লকডাউনে হোটেল বন্ধ রাখার জন্য বলা হয়েছে। হোটেল করেই আমার সংসার চলে।একই সমস্যার কথা জানিয়েছেন রাজগঞ্জ ব্লকের অনেক হোটেল মালিকেরাও।