শিলিগুড়ি ৭ জুলাইঃ বৃহস্পতিবার বিকাল ৫ টার পর থেকে রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে কড়া লকডাউনের নির্দেশকা জারি করেছে নবান্ন। শিলিগুড়িতেও কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন কার্যকর হবে। তবে প্রথম অবস্থায় শিলিগুড়িতে যে পাড়া বা এলাকা থেকে করোনা আক্রান্ত হয়েছিলেন বাসিন্দারা সেই এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। পরবর্তীতে অধিকাংশক্ষেত্রে আক্রান্তদের বাড়ি বা ফ্ল্যাটের সামনে বাশের ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে। কিছু এলাকায় বড় কন্টেনমেন্ট জোন রয়েছে। সেকারণে নবান্নের নির্দেশিকা জারি হওয়ার পর আজ দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম জানিয়েছেন, শিলিগুড়ি ও মহকুমা এলাকার কন্টেনমেন্ট জোনের নতুন তালিকা তৈরি হচ্ছে। নতুন জোনের তালিকা আসার পরই সেখানে লকডাউন বিধি কার্যকর হবে।
Siliguri puro lock down kora dorkar