শিলিগুড়ি, ১ মেঃ করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন।এমন অবস্থায় দুঃস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে শিলিগুড়ির গুরুদুয়ারা কমিটি।
গুরুদুয়ারা কমিটির তরফে প্রতিদিন প্রায় ২,২০০ মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে।খাবারের পাশাপাশি গরীব মানুষদের খাদ্যসামগ্রীও বিতরণ করা হচ্ছে।
গুরুদুয়ারা কমিটির সদস্যরা জানান, শহরের এমন অনেক মানুষ আছে যাদের খাবার মিলছে না।এর ফলে তাদের ক্ষুধার্ত থাকতে হচ্ছে।এই কারণেই শহরের বিভিন্ন জায়যায় দুঃস্থ মানুষদের খাবার দেওয়া হচ্ছে।তারা জানান, যতদিন লকডাউন চলবে তারা এভাবেই মানুষের সেবা করবেন।