রাজগঞ্জ, ২১ এপ্রিলঃ লকডাউনের জেরে আটকে পড়া ভিন জেলার পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠাতে শুরু করেছে রাজগঞ্জ ব্লক প্রশাসন।ইতিমধ্যে বেশজনকে বাড়ি ফেরত পাঠানো হয়েছে।
রাজগঞ্জ ব্লকে শ্রমিকের কাজ ও হকারি করতে আসা বেশকিছু পরিযায়ী শ্রমিক লকডাউনের জন্য আটকে পড়েছে।তার মধ্যে ভিন জেলার শ্রমিকদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন।প্রশাসনের তরফে বাস ভাড়া করে ফেরত পাঠানো হচ্ছে তাদের।ইতিমধ্যেই বিভিন্ন জেলার ৬৫ জনকে ফেরত পাঠানো হয়েছে।
রাজগঞ্জের বিডিও এন সি শেরপা জানিয়েছেন, রাজগঞ্জ ব্লকে শতাধিক পরিযায়ী শ্রমিক রয়েছে।তার মধ্যে বিভিন্ন জেলা ছাড়াও ভিনরাজ্যের শ্রমিকও রয়েছে।আপাতত ধাপে ধাপে ভিন জেলার শ্রমিকদের বাড়ি পাঠানো হচ্ছে।