শিলিগুড়ি,১৩ মেঃ করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউনে।লকডাউনে জরুরী পরিষেবা ছাড়া প্রায় সব কিছুই বন্ধ রয়েছে।যে কারণে আর্থিক দুরাবস্থায় পড়ে অনেকেই বদলেছেন পেশা।
শিবরামপল্লীর বাসিন্দা বাপি বর্মণ।৩৮ নম্বর ওয়ার্ডের সংহতি মোড়ে তার একটি রেস্তোরাঁ রয়েছে।সেই রেস্তোরাঁয় তিনি পাঁচজন কর্মচারী নিয়ে কাজ করতেন।কিন্তু লকডাউন হয়ে যাওয়ায় রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়।এদিকে ওই পাঁচজন কর্মচারীকেও দেখতে হচ্ছিল তাকে।কিছুদিন সব ঠিকঠাক চললেও পরবর্তীতে আর্থিক সমস্যার সম্মুখীন হন তিনি।তাই বর্তমানে তিনি সংহতি মোড়ে তার রেস্তোরাঁর দোকান গুটিয়ে সেখানেই সবজির দোকান শুরু করেছেন।কিন্তু এই ব্যবসাতেও লাভের থেকে লোকসানই বেশি হচ্ছে বলে জানিয়েছেন বাপি বর্মণ।