শিলিগুড়ি,১ মেঃ শিলিগুড়ির আশিঘড় মোড়ের বাসিন্দা নিকিতা,নেহা, বিশ্ব।তাদের বয়স ১৪, ১১ ও ৯।বছর ছয়েক আগে তাদের মা তাদের ছেড়ে অন্যত্র চলে গেছে।বছর খানেক আগে মারা গিয়েছে বাবাও।
আত্মীয় স্বজনরা মুখ ফেরানোর পর প্রতিবেশীরাই ছিল তাদের ভরসা।কিন্তু তারা আর কতদিন? অবশেষে ১৪ বছরের নিকিতাকে ভাই-বোনের মুখে খাবার তুলে দিতে কাজে ঢুকতে হোলো।কাজটা ছিল মাছবাজারের কিছু দোকানে জল দেওয়া ও মাছ পরিষ্কার করে দেওয়া।বিনিময়ে রোজ কিছু চাল, কোনদিন কিছু মাছ ও হাতে সামান্য কিছু টাকা পেত সে।কষ্ট হলেও নিকিতা তিন জনের সংসারটা পাচশো টাকা বাড়ি ভাড়া দিয়েও চালিয়ে নিচ্ছিল।কিন্তু ফের লকডাউন তাদের জীবনটা এলোমেলো করে দিল।
অবশেষে বিষয়টি জানতে পেরে তাদের সাহায্যে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক ফাউন্ডেশন।সংগঠনের তরফে তাদের হাতে খাবার,জামাকাপড় তুলে দেওয়া হয়।পাশাপাশি বাড়িভাড়া বাবদ কিছু অগ্রীমও নিকিতাদের বাড়িওয়ালার হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা।আগামীতেও নিকিতাদের সাহায্য করা হবে বলে জানানো হয় সংগঠনের তরফে।