শিলিগুড়ি, ৭ মেঃ লকডাউনে বন্ধ কাজ।যে কারণে আর্থিক সমস্যায় ভুগছেন বহু মানুষ।সবথেকে বেশি সমস্যায় পড়েছেন কর্মসূত্রে ভিন রাজ্য ও ভিন জেলায় থাকা মানুষেরা।ইতিমধ্যেই আর্থিক সমস্যায় জর্জরিত অনেক মানুষই নিরুপায় হয়ে পায়ে হেটেই এক রাজ্য থেকে অন্য এক রাজ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এবারে শিলিগুড়ি থেকে পায়ে হেঁটে অসমের উদ্দেশ্যে রওনা হল ৯ জন যুবক।জানা গিয়েছে, এই যুবকেরা শিলিগুড়িতে সেলসম্যানের কাজ করত এবং মাটিগাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে থাকত।কিন্তু লকডাউনের ফলে কাজ বন্ধ হয়ে গিয়েছে।আর তারপর থেকেই আর্থিক সমস্যায় ভুগছেন তারা।জমানো যা টাকা ছিল তাও শেষ হয়ে গিয়েছে।অবশেষে পায়ে হেটেই অসমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা।
অন্যদিকে এদিন দুপুরে ওই যুবকেরা দেশবন্ধুপাড়ায় পৌঁছালে তাদের খাবারের ব্যবস্থা করে সুব্রত সংঘ।রাস্তায় খাওয়ার জন্য তাদের হাতে বিস্কুটের প্যাকেটও তুলে দেওয়া হয় ক্লাবের তরফে।
যুবকেরা জানায়, বাড়ি ফেরার জন্য প্রশাসনের কাছে সাহায্যের আর্জি করা হলেও কোনো সাহায্য পায়নি তারা।এই কারণে বাধ্য হয়েই আজ পায়ে হেটেই অসমের উদ্দেশ্য রওনা দিয়েছে তারা।তারা জানায়, এনজেপি স্টেশনে পৌঁছে অসম রেলওয়ে লাইন ধরে অসমের উদ্দেশ্যে রওনা দেবে তারা।