লকডাউনে দুঃস্থ-অসহায় মানুষদের খাবার পৌঁছে দিচ্ছেন নির্ণয় রায়

শিলিগুড়ি, ৮ মেঃ লকডাউনের পর থেকে দুঃস্থ মানুষদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের দার্জিলিং জেলা সভাপতি নির্ণয় রায়।


জানা গিয়েছে,  নির্ণয় রায় তার বেশ কয়েকজন বন্ধুর সাহায্যে এই কাজ করছেন।প্রতিদিন প্রায় ২ হাজার মানুষের খাবার তৈরি করেন তারা।এরপরই সেই খাবার পুলিশ-প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে পৌঁছে দেন শহরের বিভিন্ন প্রান্তের দুঃস্থ-ক্ষুধার্ত মানুষের কাছে।সপ্তাহের ৭ দিনই আলাদা-আলাদা রান্না হয়।মঙ্গলবার ও শনিবার খিচুড়ি।এছাড়া অন্যান্যদিন ভাত, সবজি, ডিম, মাছ, মাংসর ব্যবস্থা করে আসছেন তিনি।

নির্ণয় রায় জানান,  মুখ্যমন্ত্রীর কথায় অনুপ্রানিত হয়ে গত ৪৫ দিন থেকে গরীব-দুঃস্থ মানুষদের সাহায্য করছেন তিনি।তার এই উদ্যোগ দেখে অনেকেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।তিনি আরও বলেন, লকডাউনে আগামীতে এভাবেই দুঃস্থ মানুষদের সাহায্য করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibom