শিলিগুড়ি,২৯ এপ্রিলঃ কেউ বা ছিলেন দিনমজুর আবার কেউ বা কাজ করতেন মানুষের বাড়িতে। কাজ বন্ধ হয়ে গিয়েছে প্রায় মাসখানেকের বেশি। তবুও কাজ মিলবে এই আশায় সকাল থেকেই হন্যে দিয়ে পড়ে থাকেন বাঘাযতীন পার্কের সামনে। কেউ কাজে ডেকে নিয়ে যাবে, মিলবে টাকা, সেই টাকায় পরিবারের জন্য কিনবেন খাবার এমনটাই আশা তাদের। তবে তা আর পূরণ হচ্ছে না, তাদের কাজ সব বন্ধ।
সকাল থেকে তারা বসে থাকেন বাঘাযতীন পার্কের সামনে, বেলা বাড়তেই যে যার মত খাবার খুঁজতে বেরিয়ে যাচ্ছেন। প্রতিদিন মিলছে না খাবারও। রেশনও ঠিকমত পাচ্ছেন না তারা। এই অভাবের দিনে তাই মাথায় হাত পড়েছে তাদের।