শিলিগুড়ি, ১২ এপ্রিলঃ করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এরফলে সমস্যায় গরীব মানুষ। এই পরিস্থিতিতে তুলসী নগর এলাকার বাসিন্দাদের সাথে বঞ্চনার অভিযোগ উঠল মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান মমতা সিংহ এর বিরুদ্ধে।
বাসিন্দাদের অভিযোগ, এলাকার অসহায় গরীব মানুষরা কোনো সরকারি সুযোগ সুবিধা পায়নি। পঞ্চায়েত প্রধান গরীব মানুষদের কোনোরকম খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেননি এমনকি এই পরিস্থিতিতে এলাকার মানুষদের সাথে দেখা পর্যন্ত করেননি।
এই বিষয়ে আমাদের প্রতিনিধি পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলতে গেলেও তার সাথে কোনোরকমভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে প্রধানের স্বামী সিংহ রাম বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সমস্ত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে কিছু সমস্যা রয়েছে, খুব তাড়াতাড়ি তার সমাধান করা হবে। তিনি আরও বলেন, যাদের কাছে এখনও খাদ্যসামগ্রী পৌছায়নি তাদেরকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।