শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ লকডাউনে থেমে গিয়েছে মানুষের সাধারণ জীবনযাপন। তবে দুবেলা খাবারের ব্যবস্থা তো করতেই হবে। লকডাউনে থেমে থাকবে না পেটের খিদে।
তাই ফল বিক্রির পথেই হাটল দেশবন্ধুপাড়ার তিন কলেজ ছাত্র। প্রিয়ম গুহ, সুজিত সাহা, শানু সুত্রধর কলেজ ছাত্র হলেও কলেজ এখন বন্ধ। কলেজের পাশাপাশি তারা প্রত্যেকেই বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল। তবে লকডাউনে সেসবই আজ বন্ধ।
তাই টোটোতে করে শহরে ঘুরে ঘুরে ফল বিক্রি করছে তারা। যে টোটোটি তারা ব্যবহার করছে সেই টোটোটিও মূলত ভাড়া নেওয়া। যা উপার্জন হচ্ছে তার থেকে প্রতিদিন টোটোর ভাড়া দিয়ে বাকিটা ভাগ হয়ে যাচ্ছে তিনজনের মধ্যে। ভোর হতেই বেরিয়ে পড়ছে তারা, নির্দিষ্ট জায়গা থেকে ফল কিনে তারপর সারা দুপুর চলছে বিক্রির চেষ্টা।
মুখে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা কাজ করছে বলে জানায়।এই দুর্দিনেও কারও কাছে হাত না পেতে নিজেদের অন্নসংস্থান করতে লড়াই চালিয়ে যাচ্ছে এই তিন কলেজ ছাত্র।