দেশে করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়াল।অন্যদিকে সাড়া দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩।তবে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭১৬ জন।
দেশ জুড়ে চলছে লকডাউন।কিন্তু তাতেও থামছে না আক্রান্তের হার।ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৩৫৬।
সংক্রমণের নিরিখে সারা দেশে এখনও পর্যন্ত প্রথমেই রয়েছে মহারাষ্ট্র।মহারাষ্ট্রে সংক্রমণের শিকার হয়েছে ১,৭৬১ জন।আশঙ্কা বাড়িয়েছে দিল্লীও।সেখানে আক্রান্তের সংখ্যা ১০৬৯।এর পরেই রয়েছে তামিলনাড়ু।সেখানে করোনা আক্রান্ত ৯৬৯ জন।গোটা দেশের নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছে রাজস্থান।সেখানে করোনা ধরা পড়েছে ৭০০ জনের।এরপর রয়েছে মধ্যপ্রদেশ।সেখানে আক্রান্তের সংখ্যা ৫৩২।
অন্যদিকে নবান্নের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯৫।
এদিকে তেলেঙ্গানায় ৫০৪,উত্তরপ্রদেশে ৪৫২,গুজরাটে ৪৩২,অন্ধ্রপ্রদেশে ৩৮১,কেরলে ৩৬৪,কর্ণাটক ২১৪,জম্মু কাশ্মীর ২০৭,হরিয়ানা ১৭৭,পাঞ্জাব ১৫১,বিহার ৬০,ওড়িশা ৫০,উত্তরাখন্ড ৩৫,হিমাচল প্রদেশ ৩২,অসম ২৯,চণ্ডীগড় ১৯,ছত্তিসগড় ১৮,ঝাড়খন্ড ১৭ করোনা আক্রান্ত রয়েছে বলে সূত্রের খবর।
