রায়গঞ্জ,১০ এপ্রিলঃ লকডাউনের জেরে বাইরে বেড়িয়ে প্রয়োজনীয় ওষুধপত্র এবং খাদ্যসামগ্রী আনতে পারছেন না বয়স্ক মানুষেরা এবং শারীরিক প্রতিবন্ধী মানুষেরা।এই অবস্থায় তাদের পক্ষে ব্যাংক অথবা পোস্ট অফিসে যাওয়াও সম্ভব হচ্ছে না।তাই এবার তাদের সুবিধার্থে রায়গঞ্জ জেলা পুলিশ চালু করল ‘বিকল্প বন্ধু পরিষেবা’।
শুধুমাত্র একটা ফোন।আর তাতেই আপনার বাড়ির সামনে পৌঁছে যাবে প্রাইভেট কার।আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আপনার কাজ শেষ হয়ে গেলে আবার আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে যাবে সেই গাড়ি।
সূত্রের খবর,সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।রায়গঞ্জ জেলা পুলিশ ও রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রবীন ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য এই পরিষেবা মিলবে রায়গঞ্জ, করনদিঘী, হেমতাবাদ, ইটাহার ও কালিয়াগঞ্জ থানা এলাকায়।
রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহায়তা নিয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পাঁচটি থানাতেই এই ‘বিকল্প বন্ধু পরিষেবা’ দেওয়া হবে।লক ডাউন পিরিয়ডে প্রবীন ও প্রতিবন্ধী মানুষেরা যাতে তাদের অত্যন্ত প্রয়োজনীয় কাজ করতে পারেন সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।