শিলিগুড়ি, ১৪ এপ্রিলঃ যারা গান গেয়ে মানুষের মনোরঞ্জন করেন লকডাউনের জেরে এবারে তাদের গলায় বিষন্নতার সুর।
করোনা মোকাবিলায় আগামী ৩ মে পর্যন্ত গোটা দেশে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।এই লকডাউনে বিপাকে সঙ্গীত শিল্পীরা।কেউ বাগডোগরা, কেউ শিবমন্দির আবার কেউ শিলিগুড়ির বাসিন্দা।সমাজে বেঁচে থাকার জন্য সঙ্গীতকেই হাতিয়ার করেছেন যুবকরা।
বর্তমানে তারা বিভিন্ন হোটেল, বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের প্রতিভা উজার করে অর্থ উপার্জন করেন।কিন্তু এই লকডাউনের ফলে অন্ন সংস্থানের পাশাপাশি অর্থ সংকটে পড়েছেন তারা। কিন্তু এতদিন পেটে খিদে থাকলেও মুখলজ্জার কারণে কারো কাছে হাত পাততে পারেনি তারা।
তবে এবারে আর কোনো উপায় নেই, তাই প্রকাশ্যেই পরিবারকে বাঁচাতে সাহায্যের আবেদন করলেন এই সঙ্গীত শিল্পীরা। তাদের আবেদন, গরীবরা অতি সহজে সাহায্য পেয়ে যান, কিন্তু আমাদের দিকে কেউ মুখ ফিরিয়েও চায়না। তাদের এই দুর্দিনে সাহায্যের আবেদন করেন তারা।