বিধাননগর,১৯ এপ্রিলঃ লকডাউনের জেরে মাথায় হাত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের আনারস চাষীদের।
বিধাননগর আনারসের রাজধানী নামে পরিচিত।প্রায় প্রতিদিন এখানকার আনারস বহু পন্যবোঝাই গাড়িতে ভিনরাজ্যে পাড়ি দেয়।কিন্তু লকডাউনের জেরে চাষীদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে।
আনারস চাষী মহঃ অসীম উদ্দিন ও মহঃ ফরজুন জানান,বাজারে আনারসের চাহিদা নেই,তাই বিক্রি করতে পারছি না।অথচ ঋণ নিয়ে ফসল চাষ করেছি।
অন্যদিকে আনারস আরতদার কানু দে বলেন,বাইরের রাজ্য থেকে পাইকারী ক্রেতারা তেমন আসছে না।তাই আমাদেরও ব্যবসা নেই বললেই চলে।লকডাউনের জন্য এই অবস্থা তা আমরা বুঝতে পারছি কিন্তু চাষীদের কথা মাথায় রেখে অবস্থায় কোন সুরাহা হলে আমরা বাঁচতে পারব।