করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, লকডাউনের মেয়াদ বৃদ্ধির দাবি একাধিক মুখ্যমন্ত্রীর

লকডাউনের মেয়াদ কি আরও বাড়ানো হবে, নাকি ধাপে ধাপে তা তুলে দেওয়া হবে? এ সব বিষয়কে সামনে রেখেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো  বৈঠক শুরু করেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বৈঠক প্রায় ৪ ঘণ্টা ধরে চলবে বলে জানা গিয়েছে।


এদিন বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলির উচিত একই নীতি মেনে চলা।কাঁধে কাঁধ মিলিয়ে করোনাভাইরাসের মোকাবিলা করব আমরা। এছাড়াও করোনা পরিস্থিতি নিয়ে এদিন মুখ্যমন্ত্রীদের কাছে পরামর্শ চান প্রধানমন্ত্রী মোদী।

বৈঠকে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন মেয়াদ বৃদ্ধির আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।লকডাউন মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।অন্যদিকে একই আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও।


প্রসঙ্গত, আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা চলতি লকডাউনের মেয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel giriş