শিলিগুড়ি,৭ এপ্রিলঃ দেশজুড়ে লকডাউন, অফিস থেকে কারখানা সবই প্রায় বন্ধ।এরইমধ্যে ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে জমা করতে বলা হয়েছে ভর্তির টাকা।চারিদিকে যখন এই মর্মান্তিক পরিস্থিতি সেইমূহুর্তে ভর্তির টাকা জমা দেওয়া সম্ভব হয়ে উঠছে না অভিভাবকদের।এই অবস্থায় স্কুলগুলির প্রিন্সিপ্যালদের সাথে কথা বলে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।সংগঠনের তরফে একটি চিঠিও পাঠানো হয়।
স্কুল কর্তৃপক্ষের কাছে তারা আবেদন করেন যাতে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এইমূহুর্তে ভর্তির টাকার দাবি না করা হয়। সেইসাথে স্কুলবাসগুলির জন্য যে ভাড়া দেওয়া হয় সেই ভাড়াও মুকুব করার আবেদন করা হয়।
তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার জানান, বেশকিছু স্কুল ইতিমধ্যেই তাদের দাবি মেনে নিয়েছেন।সমস্ত স্কুলের তরফে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।তবে আশা করা যাচ্ছে স্কুলগুলি সকলের কথা মাথায় রেখে দাবিগুলি মেনে নিয়ে সাধারণ মানুষকে সহযোগীতা করবেন।
Very good & wise decision during ongoing problem for all parents . Many many thanks.