রাজগঞ্জ, ১৭ মে: লকডাউনের মধ্যে সামাজিক অনুষ্ঠানে কাজ করবে না রাজগঞ্জ ব্লকের ক্ষৌরকাররা।সরকারি সুবিধা ও ক্ষৌরকারদের বীমা না করা পর্যন্ত এই ধর্মঘট চালিয়ে যাবেন তারা।রবিবার রাজগঞ্জের ফাটাপুকুরে আয়োজিত এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন ক্ষৌরকাররা।
রাজগঞ্জ ব্লক ক্ষৌরকার শীল সমন্বয় সমিতির সম্পাদক ছবিলাল শীল বলেন, রাজগঞ্জ ব্লকে ছয় শতাধিক ক্ষৌরকার রয়েছে।লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তারা দিশাহারা হয়ে পড়েছেন।রাজগঞ্জের বিডিও অফিস থেকে মাত্র ২৮২ জন ক্ষৌরকারকে চাল দিয়ে সাহায্য করা হলেও বাকিদের দেওয়া হয়নি।ফলে কেউ কেউ পেটের টানে গ্রামে গিয়ে আড়ালে-আবডালে কাজ করছেন।যারা গ্রামে গিয়ে কাজ করছেন তাদেরকে নিষেধ করা হয়েছে।
ছবিলাল বাবু আরও বলেন, লকডাউন চললেও কিছু সামাজিক কাজে ক্ষৌরকারদের প্রয়োজন হচ্ছে।তাই সরকারি সুবিধা ও বীমা না করে দেওয়া হলে তারা ওইসব সামাজিক কাজে যাবেন না।এরপরও যদি সমিতির কোনো সদস্য কাজ করে, তাহলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে এবং পুলিশের হাতে তুলে দেওয়া হবে।