শিলিগুড়ি,১৬ মেঃ ফুটেফুটে দুই বোন। বয়সটা খেলার। কিন্তু সেই সুযোগ কোথায়? লকডাউনে জীবনে আমূল পরিবর্তন। খেলা ছেড়ে এখন শাক সবজি বিক্রি করতেই ব্যস্ত দুই বোন। টাকার হিসেবটাও জানা নেই। তবুও রাস্তায় বসে ব্যবসাতেই মন তাদের। শুধু জানে সংসার চালাতে হবে। তাই মায়ের পাশে বসেই দিব্যি শাক সবজি বিক্রি করতে ব্যস্ত সর্বহারা কলোনির বাসিন্দা পায়েল ও লক্ষ্মী।
মহাবীরস্থান মোড়ে রাস্তার পাশে বসেই দুই বোন বিক্রি করছে শাক সবজি। বাজারে সব ব্যবয়ায়ীদের চোখের মণি দুই বোন। তাদের খাবারও দেন ব্যবসায়ীরা। পাশাপাশি যাতে দুই বোন কিছু আয় করতে পারে সেদিকেও নজর রাখেন। এদিকে দুই মেয়ের পাশাপাশি মা সুমিত্রা শর্মাও রাস্তার পাশে ভুট্টা বিক্রি করছেন। জানান, স্বামী রিকশা চালক। লকডাউনে আয় নেই। তাই সংসার চালাতেই দুই মেয়েকে নিয়ে বাজারে বসেছেন। কিন্তু এই লকডাউনে দুই খুদেকে বাজারে সবজি বিক্রি করতে দেখতে চাননা অন্যান্য ব্যবসায়ীরাও। দুজনে খেলা, পড়াশোনায় ব্যস্ত থাকুক তাই চান সকলে।