বাড়ল লকডাউনের সময়সীমা।১৪ এপ্রিল নয় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত থাকছে লকডাউন।শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের পরই নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একনজরে দেখুন সাংবাদিক বৈঠকে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-
* রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ৯৫
* ১৬টি পরিবারের ৭০ জন সংক্রমিত
* ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন
* বেকারি,গম ও তেলের মিল চালু
* সব জায়গায় নিয়ম মেনে কাজ করতে হবে
* নিয়ম ভাঙলেই ব্যবস্থা নেওয়া হবে
* জীবন এবং জীবিকাকে রক্ষা করতে হবে
* হটস্পট নয়,কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে।
* চিহ্নিত এলাকাগুকিতে সব বন্ধ থাকবে এমন তথ্য ঠিক নয়
* আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল সময়
* কষ্ট হলেও সবাই বাড়িতে থাকুন,কেউ বাইরে বের হবেন না
* রাস্তায় একসঙ্গে ভিড় করা যাবে না
* দোকানে বাজারে ভিড় করবেন না
* ড্রোনের মাধ্যমে জমায়েতে নজরদারি
* ৩টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে
* ১০ জুন পর্যন্ত স্কুল-কলেজ সব বন্ধ
* মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন
* এই বিষয়ে সাহায্য করতে পুলিশের অ্যাপ হবে
* অনলাইন হোম ডেলিভারি চালু আছে
* সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজার খোলা থাকবে
* যৌনপল্লী এবং বৃহন্নলাদের খাবারের ব্যবস্থা করবে পুলিশ
* কৃষকদের জন্য চালু নতুন অন্নদাত্রী অ্যাপ
* অ্যাপের মাধ্যমে শস্য কেনা হবে
* ২-৩ দিনের মধ্যে এই সুবিধা চালু হবে
Didi amar bari r thik lagoya 1ti bakery ache jeta theke khub durgondho choray jetar jonno barite thaka osombhov hoe dariyeche. Sei bakery r nongra jinis o amader barir pase i fele ebong seta r dhowa o amader barite sora sori vabe dhuke amader barite 2jon boyosko manush achen jeta r jonno tader khub somossa r sommukhin hote hoy ..roj amader ei somossa r jonno bari te thaka pray osombhov hoe poreche ..apnar kache onurodh eti r jothajotho bebostha neben ..South Ektiasal near Brindawan Marble
Didi Siliguri te lock down Thik thak mana hachhe na. apni aktu dekhun