২২ মার্চ জনতা কার্ফুতে একত্রিত হয়ে সাড়া দিয়েছেন দেশবাসী।করোনা মোকাবিলায় এবার দেশজুড়ে লকডাউন।
করোনার বিরুদ্ধে লড়াই।আজ রাত ১২টা থেকে গোটা দেশে লকডাউন।তিন সপ্তাহের জন্য এই লকডাউন।এই লকডাউন একরকম কার্ফু যা জনতা কার্ফুর চেয়েও কঠোর।প্রধানমন্ত্রীর আবেদন, মধ্যরাত থেকে ঘরের বাইরে বের হবেন না।আগামী ২১ দিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই পদক্ষেপ জরুরী।এই ২১ দিন বাইরে বেরোলে প্রশাসনকে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন তিনি।
আগামী ২১ দিন পর্যন্ত এই লকডাউন থাকলেও ছাড় দেওয়া হয়েছে জরুরী পরিষেবাতে।অত্যাবশ্যকীয় সামগ্রী মিলবে।
অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন, সফল হয়েছে জনতা কার্ফু।সাধারন মানুষই সফল করেছে এই জনতা কার্ফু।জনতা কার্ফুর সাফল্যের জন্য সকল দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, করোনা রুখতে ঘরে থাকাই একমাত্র উপায়।করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখুন।করোনায় কাবু শক্তিশালী দেশগুলিও।তাই করোনা সংক্রমণ চক্রকে ভাঙতেই হবে।