শিলিগুড়ি,১৩ এপ্রিলঃ লকডাউন মানছে না শিলিগুড়ি।ইতিমধ্যেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়েছে কেন্দ্র।এবার বিষয়টি নিয়ে চিন্তায় শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য।
সোমবার পুরনিগমের সভা ঘরে সাংবাদিক বৈঠক করে মেয়র অশোক ভট্টাচার্য বলেন,লকডাউন মানছে না শিলিগুড়ির অধিকাংশ মানুষ।প্রতিদিন যেমন বাজারে ভিড় করছে মানুষ, তেমনি অপ্রয়োজনেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র।ইতিমধ্যেই কেন্দ্রের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে।আমরা কমিশনার অফ পুলিশকে একটি চিঠি পাঠাবো এই বিষয়টি দেখার জন্য।
এর পাশাপাশি মেয়র বলেন, তিনি রাজ্য সরকারকে একটি চিঠি পাঠিয়ে অনুরোধ করবেন যে পুরনিগমের আয় হলো রেভিনিউ আদায়।সেটি গত এক মাস হলো বন্ধ রয়েছে। যদি সরকার অনুমতি দেয় তবে সামাজিক দূরত্ব বজায় রেখে অথবা অনলাইনের মধ্য দিয়ে রেভিনিউ সঞ্চয় করা হবে।তা হলে কর্মচারীদের বেতন দিতে অসুবিধা হবে না।