শিলিগুড়ি, ৭ মেঃ ‘মদ চাই না, চাই রেশন’ এই দাবি নিয়ে বিক্ষোভে সামিল হল বিজেপি ডাবগ্রাম মন্ডল।বৃহস্পতিবার ডাবগ্রাম অঞ্চল অফিসের সামনে বিক্ষোভ শুরু করে ডাবগ্রাম মন্ডলের বিজেপি সদস্যরা।
এদিকে লকডাউনের মধ্যে কোনো জমায়েত বা বিক্ষোভ আইন সঙ্গত নয়।এই কারণে প্রথম থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ।বিক্ষোভ শুরু হওয়ার পরই জলপাইগুড়ি জেলার সহ সভানেত্রী শিখা চ্যাটার্জি, ডাবগ্রাম মন্ডলের সভাপতি দিলীপ মন্ডল, সাধারন সম্পাদক অমিত ঝাঁ,চন্দন রায়, তপশিলি মোর্চার সভাপতি ফতীন্দ্রনাথ রায় ও অন্যান্য বিজেপি কর্মীদের আটক করে আশিঘর ফাঁড়ির পুলিশ।
বিজেপি ডাবগ্রাম মণ্ডলের সভাপতি দিলীপ মন্ডল অভিযোগ করে বলেন,রাজ্যে রেশন চুরি হচ্ছে।রেশন নিয়ে দুর্নীতি হচ্ছে।গরীব মানুষদের রেশন না দিয়ে মদের দোকান খোলা হয়েছে।