চলছে লকডাউন, শিলিগুড়ির বিভিন্ন জায়গায় পুলিশের অভিযানে আটক বেশকয়েকজন

শিলিগুড়ি, ৫ আগস্টঃ রাজ্যের নির্দেশিকা অনুযায়ী আজ গোটা রাজ্যে লকডাউন। শিলিগুড়িতে লকডাউন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে আজ সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন রাস্তায় মানুষকে বের হতে দেখা যায়। এরপরই লকডাউন পরিস্থিতির ওপর নজর রাখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে বিভিন্ন জায়গায় অভিযান চলে।


এদিন প্রথমে দার্জিলিং মোড়ে অভিযান চালানো হয়। সেখানে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ার অভিযোগে বেশকয়েকজনকে আটক করে পুলিশ। এছাড়াও বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়।

অন্যদিকে, চম্পাসারি মোড়ে প্রধাননগর থানা পুলিশের ধরপাকড় অভিযান চলে। এদিনের ঘণ্টাখানেকের অভিযানে ১৬ জনকে আটক করা হয়। লকডাউন উপেক্ষা করায় নির্দিষ্ট ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রধাননগর ট্রাফিক পয়েন্টেও অভিযান চালিয়ে বেশকয়েকটি গাড়ি আটক করে পুলিশ।
প্রসঙ্গত, রাজ্যের নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র জরুরি পরিষেবা খোলা থাকবে। লকডাউন সফল করতে গোটা শহরের ওপর নজরদারি রয়েছে পুলিশের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet girişbetist