শিলিগুড়ি,১৮ এপ্রিলঃ লকডাউন উপেক্ষা করে রাস্তায় বহু মানুষ।খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত শিলিগুড়ি টাইমসের দুই প্রতিনিধি।আজ শিলিগুড়ির হায়দারপাড়া ঘুগনি মোড়ের ঘটনা।
গতকালই শিলিগুড়িতে লকডাউন নিয়ে কড়াকড়ির নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেইমতো শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল পুলিশ।কিন্তু এরপরেও দেখা যাচ্ছিল অপ্রয়োজনেই রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দিচ্ছে কিছু মানুষ।
আজ আমাদের দুই প্রতিনিধি হায়দারপাড়ার ঘুগনিমোড়ে দেখতে পায় প্রায় ৭ জন যুবক একটি দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিল।সেখানে কিছু মদের বোতল ও গ্লাস পাওয়া গিয়েছে।এদিকে আমাদের প্রতিনিধিদের দেখতে পেয়েই সেখান থেকে পালিয়ে যায় যুবকেরা।অন্যদিকে এক যুবকক লক ডাউনে বাইরে কেন জিজ্ঞেস করতেই সে আমাদের প্রতিনিধিকে ধাক্কা দিয়ে সরিয়ে মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেয়।পাশাপাশি ব্যাগও ছিঁড়ে দেওয়া হয়।এরপর কয়েকজন ঘিরে ধরে হামলা করে। ছিনতাই করে নেয়।ঘটনায় ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা সকলেই পলাতক।