আগামীকাল থেকে রাজ্যের পুর শহরগুলিতে লকডাউন

করোনা রুখতে রাজ্যে লকডাউন।আগামীকাল বিকেল ৫টা থেকে ২৭ মার্চ পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সব পুর শহরে লকডাউন।রাজ্যে কোনও গণপরিবহণ চলবে না।সব দোকান,অফিস,কারখানা বন্ধ থাকবে।সবাইকে বাড়ির ভেতরে থাকার অনুরোধ করা হয়েছে।তবে লকডাউন চলাকালীন বাকি সমস্ত কিছু বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় পণ্য অর্থাৎ পাণীয় জল, ব্যাংক, টেলিফোন, ইন্টারনেট, খাদ্য, সবজি, মুদিখানা পণ্য, হাসপাতাল, মেডিক্যাল সেন্টার, ওষুধের দোকান ও বিদ্যুৎ পরিষেবা চালু থাকবে।খোলা থাকবে রেশন দোকানও।


আগামী ২৭ তারিখ পর্যন্ত লকডাউন উত্তরবঙ্গের শিলিগুড়ি,দার্জিলিং, কার্শিয়াং,  কালিম্পং,কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর, মালদাতেও।

প্রসঙ্গত,করোনায় দেশে মৃত্যু বেড়ে ৬।আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা ৪। রবিবার সারা দেশজুড়ে চলছে ‘জনতা কার্ফু’।সংক্রমণ রুখতে বাতিল করা হয়েছে সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা।এইমতো অবস্থায় দেশের ৭৫টি জেলা শহরকে লকডাউন করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার।তবে, সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে বলেই জানানো হয়েছে সরকারি সূত্রে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCEL