ফুলবাড়ি, ১২ মার্চঃ রাস্তার মাঝে থাকা ডিভাইডারের লোহার রেলিং কাটা।সেই যায়গা দিয়ে যাতায়াত করতে গিয়ে ফুলবাড়িতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
জানা গিয়েছে, ফুলবাড়ি থেকে চুনাভাটি যাওয়ার পথে এশিয়ান হাইওয়ে ২ রাস্তার মাঝে বিভিন্ন যায়গায় ডিভাইডারের লোহার রেলিং কাটা অবস্থায় রয়েছে।সাধারণ মানুষ ঘুর পথ এড়াতে এই কাটা যায়গা দিয়ে রাস্তা পারাপার করছেন। আর এতেই ঘটছে ছোট, বড় দুর্ঘটনা।
ফুলবাড়ির বাসিন্দা পেশায় শিক্ষক উজ্জল রহমান বলেন, ফুলবাড়ি থেকে চুনাভাটি যাওয়ার মাঝে প্রায় দশ থেকে বারো জায়গায় এইভাবে ডিভাইডার এর উপর থাকা লোহার গ্রিল কাটা রয়েছে।সাধারণ মানুষ ঘুর পথ এড়াতে এই কাটা লোহার রেলিং দিয়েই যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন।আজও এক মহিলা এই রাস্তা দিয়ে পারাপার করার সময় দুর্ঘটনা ঘটে।তিনি গুরুতর আহত হন।আমরা এর আগে নিজেদের উদ্যোগে এই কাটা অংশগুলি লোহা দিয়ে জুড়ে দিয়েছি।তারপরও এলাকার কিছু অসাধু ব্যবসায়ী লোহার রেলিং কেটে দিচ্ছে।আমরা চাই প্রশাসন এই কাটা যায়গা গুলো বন্ধ করে দিক যাতে দুর্ঘটনা এড়ানো যায়।