আলিপুরদুয়ার, ৩ ডিসেম্বরঃ ফের লোকালয়ে ভাল্লুক।আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের মধ্য হলদিবাড়ি এলাকা থেকে ভাল্লুক উদ্ধার করলো বনকর্মীরা।
জানা গিয়েছে, কয়েকদিন আগে ভুটান সীমান্তের কাছে কুমারগ্রামের নেপালি বস্তির বাসিন্দারা একটি ভাল্লুক দেখতে পেয়ে বন দপ্তরকে খবর দেয়।বনকর্মীরা সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে ভাল্লুকের দেখা না পেয়ে ফিরে যায়।এরপর শুক্রবার রাতে মধ্য হলদিবাড়ির বাসিন্দারা গ্রামে ভাল্লুক দেখতে পেয়ে খবর দেয় বন দপ্তরে।রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা।ভাল্লুকের উপস্থিতি বুঝতে পারলেও সেটিকে ধরার জন্য দিনের আলো ফোটার অপেক্ষা করেন বনকর্মীরা।
এরপর শনিবার সকালে স্থানীয় এক বাসিন্দার সুপারি বাগানের ঝোপে ভাল্লুকটি আশ্রয় নিলে নেট দিয়ে গোটা এলাকা ঘিরে দেয় বনদপ্তর।ঘুমপাড়ানি গুলি করে কাবু করে ভাল্লুকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।এদিকে ভাল্লুকের খবর চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমান এলাকায়।অবশেষে ভাল্লুকটি ধরা পড়ায় স্বস্তি পান বাসিন্দারা।
বন দপ্তর সূত্রে খবর, ভাল্লুকটির স্বাস্থ্য পরীক্ষা করে ফের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।