ক্রান্তি, ১০ মেঃ মঙ্গলবার সকালে লাটাগুড়ি জঙ্গল থেকে ক্রান্তি ব্লকের দাস পাড়া এলাকায় চাষের জমিতে ঢুকে পড়ে একটি বাইসন।বেশ কয়েকঘণ্টা তান্ডব চালানোর পর অবশেষে দুপুরে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করল বনদপ্তর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ডুয়ার্সের ক্রান্তি ব্লকের দাস পাড়া এলাকায় ধান ক্ষেতে কাজ করতে যান কৃষকেরা।সেখানে বাইসনটিকে দেখতে পান তারা।এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে।এদিকে গ্রামে বাইসন আসার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায়।বাইসন দেখতে প্রচুর মানুষ ভিড় জমান এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা।জলপাইগুড়ি থেকে ছুটে যায় বনদপ্তরের ট্রাংকুলাইজ এক্সপার্ট টিম।বেশ কয়েকঘন্টা বাইসনটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হলে তা বিফলে যায়।পরে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাইসনটিকে কাবু করা হয়।
বনদপ্তর সূত্রে খবর, গরুমারা প্রকৃতি বিক্ষন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।আপাতত সেখানেই বাইসনটি থাকবে বলে জানা গিয়েছে।