জলপাইগুড়ি, ১৫ মেঃ লোকালয়ে হাতির হানা।ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের টাকিমারি চর এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার রাতে রাজগঞ্জের টাকিমারি চর এলাকায় ১৭টি হাতির একটি দল তান্ডব চালায়।হাতির দলটিতে কয়েকটি হস্তিশাবকও রয়েছে।এদিকে দিনের আলো ফুটে উঠতেই আশ্রয় নেয় একটি ভুট্টা ক্ষেতে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, হাতির দলটি সারারাত টাকিমারি চরে ফসলের জমি দিয়ে দাপিয়ে বেড়ায়।প্রচুর বাদাম ও ভুট্টা ক্ষেত নষ্ট করেছে।হাতির দল জঙ্গলে ফিরে না গেলে এলাকার আরও ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।
বনদপ্তরের অনুমান কাঠাম বাড়ি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে আসে হাতির দলটি।এই বিষয়ে বনবিভাগের বেলাকোবা স্কোয়াডের বড়বাবু ননীগোপাল সরকার বলেন, হাতির দলটিকে দিনের বেলা জঙ্গলে ফেরানো প্রায় অসম্ভব।তাই সন্ধ্যার পর জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে।কড়া নজরদারির মধ্যে রয়েছে হাতিগুলো।