আলিপুরদুয়ার, ১২ মার্চঃ গভীর জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করলো বাইসন।বাইসনের হানায় আহত ২ জন।
জানা গিয়েছে, বুধবার সাতসকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নাংডালা চা বাগান এলাকায় প্রবেশ করে বাইসনটি।বাইসনের হানায় আহত হন এক মহিলা সহ দুজন।আহতদের নাম শান্তি তিরকি এবং নিতেশ ওঁরাও।খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মী ও বীরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পরবর্তীতে বাইসনটি ডিমডিমা চা বাগানে প্রবেশ করে।বাইসনটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বনকর্মীরা।