বাগডোগরা, ৫ মেঃ ৮০০ গ্রাম ব্রাউন সুগার সহ ৪ জনকে গ্রেফতার করলো এসওজি ও বাগডোগরা থানার পুলিশ।ধৃতদের মধ্যে একজন মহিলা। ধৃতদের নাম উত্তরা বিশ্বাস(৩৮), সঞ্জয় বিশ্বাস(৪২) বিক্রম বাগচী(২৩) ও অরুণ মন্ডল(৩২)। তাদের মধ্যে উত্তরা ও সঞ্জয় শিলিগুড়ির সমরনগরের বাসিন্দা এবং অরুণ ও বিক্রম ফাঁসিদেওয়ার টামবাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি চারচাকার গাড়ি আটক করে এসওজি ও বাগডোগরা থানার পুলিশ।সেই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার।ঘটনায় গ্রেফতার করা হয় এক মহিলা সহ ৪ জনকে।
আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।কোথা থেকে এই মাদক আনা হচ্ছিল ও কোথায় পাচারের ছক ছিল তার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।