দক্ষিণ শান্তিনগরে একটি বাড়িতে লক্ষাধিক টাকার চুরি, চাঞ্চল্য  

শিলিগুড়ি, ১৯ এপ্রিলঃ ডাবগ্রাম ২ দক্ষিণ শান্তিনগর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য।


জানা গিয়েছে, রবিবার রাতে দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দা ধনঞ্জয় সরকারের বাড়িতে চুরির ঘটনা ঘটে।এদিন বাড়ির ছাদের উপর দিয়ে ভেতরে ঢোকে দুষ্কৃতিরা।স্বর্ণ অলঙ্কার, টিভি সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি করে চম্পট দেয় দুষ্কৃতিরা।

সোমবার সকালে ধনঞ্জয় সরকার বাড়িতে ফিরে দেখতে পান ঘরের জিনিসপত্র ছড়িয়ে রয়েছে।এরপরই চুরির ঘটনা সামনে আসে।ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে।এনজেপি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetbets10 günceljojobet girişgrandpashabetgrand pasha betcasibom girişpusulabet giriş