বাগডোগরা, ৬ জানুয়ারিঃ মাদকের বিরুদ্ধে সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও বাগডোগরা থানার পুলিশ।গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা।
জানা গিয়েছে, বাগডোগরার সিংহিঝোরা চা বাগানের ৬ নম্বর সেকশন এলাকায় একটি সাদা রঙের দাঁড়িয়েছিল।গোপন সূত্রে খবর পেয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে পুলিশ।এই গাড়িতে করেই গাঁজা পাচারের ছক ছিল।পুলিশ পৌঁছানোর আগেই গাড়ির চালক পালিয়ে যায়।গাড়ি থেকে মোট ১০টি প্যাকেটে এক কুইন্টাল ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত নেমেছে বাগডোগরা থানার পুলিশ।
