ইসলামপুর, ১০ জানুয়ারিঃ ইসলামপুর থানার মাদারীপুর এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।এই ঘটনায় পিকআপ ভ্যান চালককে গ্রেফতার করে পুলিশ।
ইসলামপুর জেলা পুলিশ সুপার শচীন মক্কর জানান, গাড়িটি কোচবিহার জেলার বলরামপুর এলাকা থেকে আসছিল।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা।ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।