আলিপুরদুয়ার, ২৮ এপ্রিলঃ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার মূল্যবান কাঠ উদ্ধার করল বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা।
জানা গিয়েছে, বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ির পিএমজি এলাকা দিয়ে ৭ জন পাচারকারী সাতটি সাইকেলে করে মূল্যবান কাঠ পাচার করছিল।গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালায় বনদপ্তর।বনকর্মীদের দেখে পাচারকারীরা কাঠ বোঝাই সাইকেল ছেড়ে পালিয়ে যায়।উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার মূল্যবান কাঠ।উদ্ধার হওয়া কাঠ পানা রেঞ্জে নিয়ে আসা হয়।ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।

