শিলিগুড়ি, ৬ আগস্ট: ছোট একটি ব্যাগে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার ব্রাউন সুগার। খবর পেয়ে অভিযান পুলিশের। শিলিগুড়ির বর্ধমান রোড থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ ধরা পড়ল এক যুবক।
শনিবার সকালে শিলিগুড়ি থানার পুলিশ ও এসওজি অভিযান চালিয়ে বর্ধমান রোড থেকে রসিদুল হুসেন নামে মাথাভাঙার এক যুবককে ধরে। ধৃতের কাছ থেকে প্রায় ২৭৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এছাড়াও নগদ প্রায় ৫০ হাজার টাকাও ছিল। আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল মাদক হাতবদল হবে। সেই মতো বর্ধমান রোডে ভোর থেকেই নজর রেখেছিলেন পুলিশ কর্মীরা। ওই যুবক আসতেই তাঁকে ধরে ফেলে পুলিশ। ধৃতের কাছে একটি কালো রঙের হাতব্যাগ ছিল। সেই ব্যাগেই লক্ষাধিক টাকার মাদক ও টাকা ছিল। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যুবককে গ্রেফতার ও মাদক বাজেয়াপ্ত করে পুলিশ।