শিলিগুড়ি, ২৮ জুনঃ পেট্রোলের পাচারের আগে একজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ধৃতের নাম কমল দাস(৩০)।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ি-ঘোষপুকুর রোডে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান দাঁড় করায় ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তল্লাশি চালিয়ে ভ্যানের ভেতর থেকে প্রায় ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পেট্রোলের বৈধ নথী দেখানোর কথা বলা হলে চালক কোন নথী দেখাতে পারেনি।এরপরই গ্রেফতার করা হয় চালককে।পেট্রোলের পাশাপাশি পিকআপ ভ্যানটিকেও আটক করা হয়।
ডিডি সূত্রে খবর, উদ্ধার হওয়া পেট্রোলের বাজারমূল্য আনুমানিক এক লক্ষ টাকা।ফুলবাড়ি-ঘোষপুকুর হয়ে পেট্রোল পাচারের পরিকল্পনা ছিল।কিন্তু তার আগেই অভিযান চালিয়ে এর পর্দাফাঁস করা হয়।আগামীকাল অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।গোটা ঘটনার তদন্তে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।