শিলিগুড়ি, ১১ জানুয়ারিঃ চুরি যাওয়া ১০ লক্ষ টাকার মোবাইল ফোন উদ্ধার করলো শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ২ চোর।ধৃতদের নাম মহম্মদ রাজু এবং রাহুল কুমার ওঝা।
প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার জানান, পিন্টেল ভিলেজের একটি হস্টেল থেকে ৫টি আইফোন এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়।ঘটনার পর গত ৩০ মে থানায় অভিযোগ দায়ের করা হয়।এরপর গত ২৮ জুলাই ফের মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ দায়ের হয়।এই দুটি মামলার তদন্তে নেমে গত ২৯ ডিসেম্বর মালদা জেলার চাঁচল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মহম্মদ রাজুকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপরাধ করার পর সে তার পরিবারের সঙ্গে মালদহে থাকত।তাকে জিজ্ঞাসাবাদ করে রাহুল কুমার ওঝার নাম উঠে আসে।গত ৩১ ডিসেম্বর রাহুল কুমারকে গ্রেফতার করা হয়।উদ্ধার হয় সাতটি চুরি যাওয়া মোবাইল ফোন।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
