শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ ফের লক্ষাধিক টাকার সোনা উদ্ধার করল ডিআরআই।ঘটনায় গ্রেফতার ৪।ধৃতদের নাম আমন জয়সওয়াল, মুন্না প্রসাদ, রাজা কুমার এবং সম্ভুজি উদ্ভব।সম্ভুজি মহারাষ্ট্রের এবং বাকি তিনজন বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডালখোলা টোল প্লাজার কাছে একটি চার চাকার গাড়িকে আটক করে ডিআরআই আধিকারিকেরা।তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে বিশেষ চেম্বার থেকে দুই পিস সোনার বিস্কুট উদ্ধার হয়।ঘটনায় গ্রেফতার করা হয় ৪ জনকে।
সূত্রের খবর, ধৃত ৪ জন শিলিগুড়িতে সোনা পাচারের ছক করেছিল।মালদা থেকে এই বিদেশী সোনা নিয়ে এসেছিল তারা।তবে শিলিগুড়িতে পৌঁছানোর আগেই পাচারকারীদের গ্রেফতার করতে সফল হয় ডিআরআই।দুই পিস সোনার বিস্কুটের ওজন ১ কিলো ৫৫ গ্রাম।উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৫২ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ টাকা।পাচারে ব্যবহৃত গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে ডিআরআই।
ধৃতদের পক্ষের আইনজীবী কমলিকা সেন বলেন, আজ ৪ জনকে আদালতে পেশ করা হয়।দুই পক্ষের বক্তব্য শুনে ৪ জনের জামিনের আর্জি মঞ্জুর করেছে আদালত।
গোটা ঘটনার তদন্তে ডিআরআই।