লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ শিলিগুড়িতে গ্রেফতার ৩

শিলিগুড়ি,৩০ মার্চঃ ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করল এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ।ধৃতদের মধ্যে একজন যুবতিও রয়েছে।ধৃতরা হল দিপ্তি বর্মণ,এমডি সরফরাজ ও শ্যাম হাসদা।সূত্রের খবর, এমডি সরফরাজের বান্ধবী দিপ্তি বর্মণ।এরা দুজনই কোচবিহারের বাসিন্দা।শিলিগুড়িতে একটি স্পা’য়ে কাজ করত দিপ্তি বর্মণ।সরফরাজ ও দিপ্তি দুজনে মিলে এই মাদক কারবার চালাত।অন্যদিকে ধৃত গাড়ি চালক শ্যাম হাসদা শালুগাড়ার বাসিন্দা।সে দিপ্তি এবং সরফরাজকে মাদক পাচারে সাহায্য করত।


জানা গিয়েছে, বুধবার রাতে মায়াদেবী ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি চারচাকা গাড়ি আটক করে এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ।দিপ্তি বর্মণের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।শিলিগুড়িতে এই ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্য ছিল বলে জানা গিয়েছে।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য ৬ থেকে ৭ লক্ষ টাকা।বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *