শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ সেবক রোডের একটি গুদামে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করল এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ।
এসওজি’র কাছে খবর আসে যে ওই গুদাম ঘরে প্রচুর পরিমাণে প্লাস্টিক ক্যারিব্যাগ জমা করা রাখা হয়েছে।সেইমতো গুদামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকা মূল্যের প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করা হয়।এই প্লাস্টিক ক্যারিব্যাগগুলি দিল্লী থেকে আনা হয়েছিল বলে জানা গিয়েছে।ইতিমধ্যেই তা পুরনিগমের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে গুদামের এক কর্মচারী জানান, দিল্লী থেকে আনা হয়েছিল এই প্লাস্টিক ক্যারিব্যাগ।যা গুয়াহাটিতে পাঠানোর কথা ছিল।বৈধ অনুমতি নিয়েই প্লাস্টিক ক্যারিব্যাগ আনা হয়েছিল।তবু পুলিশ এই ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করেছে।