খড়িবাড়ি, ৩১ অক্টোম্বরঃ লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠলো খড়িবাড়ির শ্যামধনজোত এলাকার মানুষ।৫২তম বর্ষে খড়িবাড়ির শ্যামধনজোত লক্ষ্মী পুজোর মেলা যেন কার্নিভালের রুপ নিল।
প্রত্যেকবছর খড়িবাড়ির শ্যামধনজোত লক্ষ্মী মিলন মেলা কমিটির তরফে লক্ষ্মী পুজোর কার্নিভালের আয়োজন করা হয়।তিনদিন ধরে এলাকায় মেলা বসে।এই মেলায় সীমান্তবর্তী নেপাল, অন্যদিকে বিহার সহ বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষের ভিড় হয়।এবছরও বারোয়ারী এবং বাড়ির পুজো মিলিয়ে ৩০টি পুজোর মূর্তি প্রর্দশনী হয়েছে।এবছরও নকশালবাড়ি, বিধাননগর ও বাগডোগরা থেকে প্রতিমা মেলায় এসেছিল।মেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পুলিশি নজরদারি ছিল।
এই মেলা সরকারি স্বীকৃতি পেলে আগামীদিনে এই মেলার গুরুত্ব বাড়বে বলে আশা প্রকাশ করেন মেলা কমিটির সদস্যরা।