আলিপুরদুয়ার, ১৩ অক্টোবরঃ ‘জটেশ্বর এডুকেশন সেন্টার’ এর তরফে ফালাকাটার প্রমোদনগর লক্ষ্মীপুর চা বাগানের প্রায় ৭০ জন দুঃস্থ শিশু ও মহিলাদের নতুন বস্ত্র বিতরণ করা হল।
জানা গিয়েছে, এই সংস্থা মূলক কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই ইত্যাদির প্রশিক্ষণ দিয়ে থাকে।এবারে বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করে তারা।লক্ষ্মীপুর চা বাগানে বস্ত্র বিতরণের পাশাপাশি সকলকে মাস্কও বিতরণ করা হয়।এই সংস্থার সেলাই সেন্টারের ছাত্রীদের হাতে তৈরি বস্ত্র এদিন শিশুদের বিতরণ করা হয়।
এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেন্টারের কর্ণধার শাজাহান তালুকদার সহ সেন্টারের অন্যান্য ছাত্রছাত্রীরা।