রাজগঞ্জ, ১৯ জানুয়ারিঃ আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় ৪২ এ ৪২ পাবে তৃণমূল কংগ্রেস, আমবাড়িতে সংঘবদ্ধ শপথ কর্মীসভা থেকে একথা বললেন তৃণমূল মহিলা সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
শুক্রবার জলপাইগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জের আমবাড়িতে তার ঘেরামাঠে সংঘবদ্ধ শপথ কর্মীসভা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মহিলা সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহুয়া গোপ, জেলার সভানেত্রী নুরজাহান বেগম, অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা।
এই সভা থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ২৪ এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৪২ এ ৪২ আসন পাবে তৃণমূল কংগ্রেস।কারন মানুষ আমাদের সঙ্গে রয়েছে।বাংলার মেয়েরা বলে দিয়েছে তারা নিজের মেয়েকেই চায়।বাংলার ৪২ টি আসনেই আমরা শুধু মেয়েদের ভোটেই জয়ী হব।ছেলেরা তো আছেই সেই বিষয়ে কোন সন্দেহ নেই।